পাঁচলাইশের সেন্ট্রাল সিটি হাসপাতাল বন্ধের নির্দেশ

চট্টগ্রাম মহানগরীর সেন্ট্রাল সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল পরিচালনার প্রয়োজনীয় নথিপত্র না থাকায় এ নির্দেশ দেন জেলা সিভিল সার্জন।

বৃহস্পতিবার (২৬ জুন) জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক চিঠিতে হসপিটালটি বন্ধের নির্দেশ দেওয়া হয়।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, যৌথ পরিদর্শক দলের প্রতিবেদনের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানার প্রবর্তক মোড়ের ও আর নিজাম রোডে হসপিটালটির কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। সেখানে উল্লেখযোগ্য অনিয়ম ও স্বাস্থ্য সুরক্ষা নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। সংশ্লিষ্ট রিপোর্টে শিডিউল ‘ক’ ও শিডিউল ‘খ’ অনুযায়ী হসপিটালটির প্যাথলজি বিভাগে লাইসেন্স, জনবল, মান নিয়ন্ত্রণ এবং পরিকাঠামোগত নানা ঘাটতির বিষয় তুলে ধরা হয়। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশক্রমে এটির কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত গৃহীত হয়।

এর আগে ২৮ এপ্রিল হাসপাতালটিতে সরেজমিন পরিদর্শন করেন সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের একটি টিম। এসময় প্রতিষ্ঠানটির লাইসেন্সসহ প্রয়োজন নথিপত্র না থাকলেও নবায়ন প্রক্রিয়ায় আছে জানালে সাময়িকভাবে হাসপাতাল চালু রাখার নির্দেশনা দেওয়া হয়।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, সেন্ট্রাল সিটি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে এর আগেও প্রতিষ্ঠানটিকে নথিপত্র হালনাগাদের সময় দিয়েছি আমরা। কিন্তু তারা নির্ধারিত সময়েও তাদের কাজ শেষ করতে পারেনি। এ কারণে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm