পটিয়ার গাড়ি চুরি করে সাতকানিয়া থেকে ভিডিও কল, মুক্তিপণ দাবি

সারাদিনের ক্লান্তি শেষে ঘুমিয়ে পড়েছেন চালক। ঠিক সেই সময়েই হাওয়া হয়ে গেল তার জীবিকার একমাত্র ভরসা সিএনজি অটোরিকশাটি। পরদিন ভিডিও কলে গাড়ি দেখিয়ে মালিককে মুক্তিপণ দিতে বাধ্য করার চেষ্টা করেছে। ভিডিওর ওপাশ থেকে হুমকি: ‘৪০ হাজার টাকা দাও, না হলে গাড়িটা আগুনে ভস্ম করে দেব।’

চট্টগ্রামের পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের গোরনখাইন এলাকায় গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ঘটে এই ঘটনা। সারাদিন রাস্তায় চলার পর রাতে চালক মো. বেলাল গাড়ি বন্ধ করে ঘুমাতে যান। ভোরে উঠে দেখেন, সিএনজি অটোরিকশা নেই। সারাদিন খুঁজেও কোনো সন্ধান আর পাননি তিনি।

দুপুরে হঠাৎ অচেনা নম্বর থেকে আসে ভিডিও কল। স্ক্রিনে দেখা যায় তার চুরি হওয়া গাড়ি। কলের অপরপ্রান্ত থেকে এক ব্যক্তি বলেন, ‘লোহাগড়ার পদুয়া বাজারে এসে ৪০ হাজার টাকা দাও, না হলে গাড়িটা আর কোনোদিন দেখতে পাবে না।’ ফোনকল সূত্রে জানা যায়, ওই ব্যক্তির নাম মোহাম্মদ বাবু।

মোহাম্মদ বাবু নামের ওই দুর্বৃত্ত একাধিকবার ফোন করে দ্রুত টাকা আনার নির্দেশ দেয়। বিকেল পর্যন্ত বেলাল টাকা না নেওয়ায় সন্ধ্যায় আবার ফোন আসে। এবার আরও ভয়াবহ হুমকি— ‘পুলিশে খবর দিয়েছিস? টাকা না দিলে তোকে শেষ করে দেব।’ দুপুর থেকে রাত পর্যন্ত বারবার ফোন করে ওই চোর গালাগালি আর ভয়ভীতি দেখাতে থাকে।

বেলাল বলেন, ‘আমি তো সাধারণ চালক, কোথায় পাব এত টাকা? থানায় লিখিত অভিযোগ করেছি। কিন্তু ভয়ে রাতে ঘুমাতে পারছি না। ওরা কিভাবে আমার নম্বর পেল, কেন এমন করছে কিছুই বুঝতে পারছি না।’

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, সিএনজি চুরির বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এটি শুধু চুরি নয়, মুক্তিপণ ও ব্ল্যাকমেলের ঘটনাও। আমরা ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্তকে ধরার চেষ্টা করছি।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm