বন্দর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় আটক ২

চট্টগ্রাম নগরীর বন্দরে ডাকাতির প্রস্তুতির সময় দুইজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে থানার ইশান মিস্ত্রিরহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।

গ্রেপ্তার দুইজন হলেন—নোয়াখালী জেলার নূর ইসলামের ছেলে মো. বাদশা (৩০) এবং ঝালকাঠি জেলার আবুল হাওলাদারের ছেলে মো. নাঈম (২০)। বর্তমানে তারা দুজনেই বন্দর থানা এলাকায় বসবাস করেন।

অভিযানে তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ওসি আফতাব উদ্দিন বলেন, তারা একটি এলাকায় ডাকাতির পরিকল্পনা করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতি প্রস্তুতির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm