রোগীর ব্যবস্থাপত্রের ছবি তুলতে পারবেন না ওষুধ বিক্রয় প্রতিনিধিরা

ডাক্তারের সাক্ষাতে লাগবে অনুমতি

সরকারি হাসপাতালগুলো সপ্তাহে দুইদিনের বেশি গিয়ে ছবি তুলতে পারবেন না ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ)। এমনকি হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দেখা করা যাবে না ডাক্তারদের সঙ্গে। রোগীদের হয়রানি করে ব্যবস্থাপত্রের ছবিও তুলতে পারবেন না।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

রোগী ও ডাক্তারদের অভিযোগ, ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা কোনো নিয়ম না মেনেই যখন-তখন ঢুকে পড়েন ডাক্তারের কক্ষে। আবার কখনও রোগীরা চিকিৎসকের কক্ষ থেকে বাইরে আসার সঙ্গে সঙ্গে তারা প্রেসক্রিপশন নিয়ে শুরু করেন টানা-হেঁচড়া।

প্রায় সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগ, আন্তঃবিভাগ জরুরি বিভাগে এদের দৌরাত্ম্যে রোগীরা সঠিক চিকিৎসা নিতে গিয়ে বিব্রত হতে দেখা যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল বৃহত্তর চট্টগ্রামের রেফারেল হাসপাতাল। বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে রোগীরা আসেন। রোগীরা হাসপাতালের বহির্বিভাগের ডাক্তার দেখানোর সঙ্গে সঙ্গে কোনো কোনো ওষুধ কম্পানির বিক্রয় প্রতিনিধি ডাক্তারদের কাছে থেকে প্রেসক্রিপশন নিয়ে ছবি তোলেন।

এছাড়া ডাক্তারের চেম্বার থেকে রোগীরা বের হওয়ার পরপরই বেশিরভাগ রিপ্রেজেন্টেটিভ কৌশলে তাদের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। এসব কারণে রোগী এবং স্বজনরা ভোগান্তির শিকার হচ্ছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মেডিকেল রিপ্রেজেন্টিটিভদের প্রতিদিন প্রায় শতাধিক রোগীর প্রেসক্রিপশনের ছবি তোলার টার্গেট দেওয়া থাকে। এ টার্গেট পূরণে তাদের চাপ থাকে।

এই পরিপত্রে মোট আটটি নির্দেশনা রয়েছে। নির্দেশনা অনুযায়ী, প্রতি সপ্তাহে শুধু সোম ও বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ওষুধ কোম্পানির প্রতিনিধিরা চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। এই সময়ের বাইরে কোনো প্রতিনিধি হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান করতে পারবেন না। সাক্ষাতের সময় সবার গলায় অবশ্যই নিজ নিজ কোম্পানির পরিচয়পত্র দৃশ্যমানভাবে ঝুলিয়ে রাখতে হবে। কোনোভাবেই রোগীর তথ্য সংগ্রহ বা প্রেসক্রিপশনের ছবি তোলা যাবে না।

সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোনো বেসরকারি সিল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। তবে বিজ্ঞাপনবিহীন জেনেরিক নামের সিল ব্যবহার করা যাবে। চিকিৎসকদের টেবিলে বেসরকারি ওষুধ কোম্পানির সরবরাহকৃত ওষুধের তালিকা রাখাও নিষিদ্ধ করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দীন বলেন, চিঠিটি শুক্রবার আমরা পেয়েছি। হাসপাতালে কিছু অনুষ্ঠানের জন্য সারাদিন ব্যস্ত ছিলাম। তাই আজ মনিটরিং হয়নি। আমি হাসপাতালে মেডিকেল রিপ্রেজেনটিটিভ টিমের প্রধান প্রতিনিধিদের নিয়ে বসবো। তাদের চিঠিটা পড়ে শোনাব। চিঠির নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নিব।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm