চট্টগ্রামে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে ৩৫ ব্যাচের নতুন শিক্ষার্থীদের বরণ করতে ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহির আহম্মদ।
বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান প্রফেসর ড. এম মজিবুর রহমান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ওবায়দুর রহমান। আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর প্রকৌশলী ড. মফজল আহমদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. ফসিউল আলম, কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদের ডিন প্রফেসর মাইনুল হাসান চৌধুরী এবং পরীক্ষা নিয়ন্ত্রক মো. সেলিম হোসেন।
নবীন শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, অনেক প্রত্যাশা নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। বিশ্ববিদ্যালয় আমাদের এমনভাবে তৈরি করবে যেন আমরা একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি।
সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ণ বিভাগের সিনিয়র লেকচারার প্রশান্ত কুমার বলেন, বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের জন্য আজ একটি স্মরণীয় দিন। এটি তাদের জীবনে উচ্চ শিক্ষার একটি সিঁড়ি। তারা এই সিঁড়ি বেয়ে সফলতার চূঁড়ায় পৌঁছাতে অগ্রগামী হবে।
ন্যাচারাল সাইন্স বিভাগের লেকচারার আশরাফুল আলম বলেন, এই বিশ্ববিদ্যালয় শুধুমাত্র একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ নয়; বরং খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের এগিয়ে নিতে কাজ করছে। সকল শিক্ষার্থীর মেধা বিকাশে বিশ্ববিদ্যালয় সব ধরণের ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, আজ নবাগত শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ দিন। তোমরা নিজের চেষ্টা ও শ্রমে এখানে জায়গা করে নিয়েছো। ভবিষ্যতে বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেকে প্রমাণ করতে হলে আমাদের সংস্কৃতি ও আচারকে গুরুত্ব দিয়ে একজন আদর্শ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। প্রথম দিন থেকেই সেই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জহির আহম্মদ বলেন, জ্ঞান অর্জনই কেবল শিক্ষার উদ্দেশ্য নয়। সততার সঙ্গে পড়াশোনা করে একজন মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠাই শিক্ষার প্রকৃত লক্ষ্য। আজ তোমরা যে স্বপ্ন দেখছো, তা বাস্তবায়নের পথে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। এই যাত্রায় পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সবসময় পাশে থাকবে।