ফের ১১ মাঝিমাল্লাসহ মাছ ধরার দুটি ট্রলার ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপ এলাকার বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমা থেকে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ জন মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

তবে অপহরণের শিকার মাঝিমাল্লাদের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে সেন্টমার্টিন দ্বীপের মৌলভীর শীল নামে এলাকায় বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে মাঝিমাল্লাদের ধরে নিয়ে যাওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ওই দুই ট্রলার মালিক।

গত ৫ মার্চ ৫৬ জেলে ও ৬টি ট্রলার ধরে নিয়ে যায় মিয়ানমারের নৌবাহিনীর সদস্যরা। পরদিন ছেড়ে দিলেও ট্রলারে থাকা মাছ ও ভোগ্যপণ্য লুট তারা করে বলে জানায় ফিরে আসা জেলেরা।

এর আগে গত ২০ ফেব্রুয়ারিও টেকনাফের নাফ নদী থেকে চারটি মাছ ধরার নৌকাসহ ১৯ জেলেকে অপহরণ করে আরাকান আর্মি।

জানা গেছে, মঙ্গলবার সকালে মাছ শিকারের সময় আরাকান আর্মির সদস্যরা স্পিডবোটে এসে ট্রলারগুলো ধরে নিয়ে যায়। এর মধ্যে একটি ট্রলারের মালিক আবুল কালাম, অপরটির মালিক মোহাম্মদ শাওন নামে এক ব্যক্তি। এছাড়া আরও দুটি মাছ ধরার ট্রলার ধরে নেওয়া খবর শোনা গেলেও সেগুলোর মালিক কে ও নাম জানা যায়নি। পাওয়া যাচ্ছে। ওই দুটি ট্রলারে ১০ থেকে ১২ জন জেলে থাকতে পারেন।

এ বিষয়ে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের লে. কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর জানান, দুটি ট্রলারের ১১ জন জেলেসহ দুটি ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm