মাইলস্টোন ট্রাজেডিতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের শোক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী হতাহতের ঘটনা শোক জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নেতৃবৃন্দ।

সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

নেতৃবৃন্দ আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিতের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, সোমবার বেলা আনুমানিক সোয়া ১টায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। এতে কোমলমতি অনেক শিক্ষার্থী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া আরও কিছু শিক্ষার্থী অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm