চট্টগ্রামের পাহাড়তলীতে দুটি দেশীয় তৈরি দোনলা বন্দুকসহ (এলজি) এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার অস্ত্রধারীর নাম মো. বেলাল হোসেন। তিনি ফেনী জেলার ছাগলনাইয়া থানার মধ্যম শিলুয়া চৌদ্দি বাড়ির মৃত আলমগীর হোসেন বাবুলের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকার ৩ নম্বর সমাজে বসবাস করেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পাহাড়তলী থানার হাজী ক্যাম্পের সামনে পাকা রাস্তায় চেকপোস্ট পরিচালনার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার হাজী ক্যাম্প এলাকায় চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে পাহাড়তলী থানা পুলিশ। এ সময় একটি বাজারের ব্যাগ তল্লাশি করে দুটি দেশীয় তৈরি দোনলা বন্দুক উদ্ধার করা হয় এবং মো. বেলাল হোসেন নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ জানান, গ্রেপ্তারকৃত বেলালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
জেজে/ডিজে