বায়েজিদে ধসে পড়েছে সেতুর একাংশ, সংস্কারে ৫ কোটি টাকার প্রকল্প সিটি কর্পোরেশনের

চট্টগ্রাম নগরীর অন্যতম ব্যস্ত বায়েজিদ বোস্তামী সড়কে একটি পুরনো সেতুর এক পাশ ধসে পড়েছে। এতে ওই অংশে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

বায়েজিদে ধসে পড়েছে সেতুর একাংশ, সংস্কারে ৫ কোটি টাকার প্রকল্প সিটি কর্পোরেশনের 1

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোর ৬টার দিকে নগরীর অক্সিজেন এলাকায় শীতল ঝরনা খালের ওপর নির্মিত সেতুর এ অংশে ধস নামে। বর্তমানে বিপরীত পাশ দিয়ে সীমিত আকারে গ্ড়ি চলাচল করছে, ফলে এলাকায় তীব্র যানজট লেগে আছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ হলেও সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। এই সেতুটি ২ নম্বর গেট থেকে অক্সিজেন পর্যন্ত চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি সংযোগমাধ্যম। এলাকাটিতে বিভিন্ন শিল্পকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় প্রতিদিন বিপুল পরিমাণ গাড়ি চলাচল করে। সেতুর এই ধসের কারণে জনদুর্ভোগ চরমে উঠেছে।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দুই প্রকৌশলী জানান, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় শীতল ঝরনা খাল সম্প্রসারিত হওয়ার পর খালে পানিপ্রবাহ বেড়ে যায়। তবে ইটের তৈরি সেতুটি আগের নকশাতেই থেকে যায়। এতে করে সেতুর নিচের মাটি ও পাশের দেয়াল ক্ষয়ে যেতে শুরু করে। বৃহস্পতিবার ভোর থেকে টানা ভারী বৃষ্টির চাপে সেতুটি দুই ভাগ হয়ে যায়।

চসিকের প্রধান প্রকৌশলী মো. আনিসুর রহমান বলেন, ‘সেতুটি ১৯৮০ সালের দিকে নির্মিত হয়। দীর্ঘদিন ধরে এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। খাল প্রশস্ত হওয়ায় পানির চাপ আরও বেড়েছে। আমরা আগে থেকেই সেতু সংস্কারে পাঁচ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছি। দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলমান রয়েছে। দ্রুত কাজ শুরু করা হবে।’

বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) শামসুল ইসলাম বলেন, ‘সকালে সেতুর এক পাশ ধসে পড়ে। ফলে ওই পাশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। অপর পাশ দিয়েও সীমিত আকারে চলাচল হচ্ছে, তবে সেটিও ঝুঁকিপূর্ণ।’

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm