বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ লোহাগাড়ায়

চট্টগ্রামের লোহাগাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলা উপজেলার আমিরাবাদ ও লোহাগাড়া সদর ইউনিয়নে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী।

দক্ষিণ জেলা বিএনপির সদস্য, সাবেক ছাত্রনেতা ফৌজুল কবির ফজলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নাজমুল মোস্তফা আমিন, জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী,জেলা বিএনপির সদস্য, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরী ও জেলা বিএনপির সদস্য, সাবেক ছাত্রনেতা সালাহ উদ্দিন চৌধুরী সোহেল।

আনন্দ শোভাযাত্রা বিকাল সাড়ে ৩টায় লোহাগাড়া উপজেলার আমিরাবাদ রাজঘাটা এলাকা থেকে শুরু করে ঢােলের তালে রং বেরঙের ব্যানার ফেস্টুন নিয়ে লোহাগাড়া সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এসময় নেতাকর্মীরা আনন্দ-উল্লাসে মেতে ওঠেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm