সীতাকুণ্ডে গাড়ির ধাক্কা পথচারী নারীর মৃত্যু, স্বামী ও মেয়ে আহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়ির ধাক্কায় মমতাজ বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও মেয়ে আহত হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মমতাজ বেগম পঞ্চগড় জেলার অটোয়ারী থানার বলরামপুর ইউনিয়নের আরাজী চামেশ্বরী গ্রামের মো. আব্দুল আজিজের মেয়ে। আহতরা হলেন—স্বামী সাইফুল হক (৩০) ও মেয়ে হুমায়রা সায়মা (৪)।

বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন ঘটনার বর্ণনা দিয়ে জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহাসড়কের ফকিরহাট কালুশাহনগর এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন পথচারী মমতাজ বেগম, তার স্বামী ও মেয়ে।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করান। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় মমতাজ বেগম মারা যান। তার স্বামী ও মেয়ে চিকিৎসাধীন রয়েছেন।

মমতাজ বেগমের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে বলে জানান মো. আব্দুল মোমেন।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm