হালিশহরে চাঁদা দাবি, মারধর ও জখমের মামলায় তিন যুবক গ্রেফতার

মারধর করে সাধারণ ও গুরুতর জখমসহ চাঁদা দাবি, চুরি ও হুমকি প্রদানের মামলায় তিন যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগরের হালিশহর থানার পুলিশ।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ওই তিন যুবককে গ্রেপ্তার করা হয়। অভিযানে গ্রেপ্তার তিনজন হচ্ছে— চট্টগ্রাম নগরের হালিশহর থানার ইসলামিয়া ব্রিকফিল্ড শিবলু বাড়ির ভাড়াটিয়া নুরুল ইসলাম (১৯), হালিশহর থানার টেকের মোড় মুরাদ কলোনির ভাড়াটিয়া মো. বাবলু (১৯) এবং বন্দর থানার নিউ মুরিং ৪ নম্বর রোডের ভাড়াটিয়া জাহিদ হাসান মুন্না (২১)।

পরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে হালিশহর থানায় ধারা ১৪৩/৩৪১/৩৮৫/৩০৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩৭৯/৫০৬(২) দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলা দায়ের (এফআইআর নম্বর ২ এবং জিআর নম্বর ১১৭) করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার হোসাইন মোহাম্মদ কবির ভূইয়ার নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসান মোস্তফা স্বপন এবং ডবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার কাজী বিধান আবিদের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।

হালিশহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন ও পুলিশ পরিদর্শক আবু হানিফের নেতৃত্বে আভিযানিক টিমে ছিলেন এসআই সন্তোষ বালা, এসআই স্বপন কুমার সরকার ও এএসআই মো. সামছুদ্দোহা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm