ব্যাংক থেকে চাকরিচ্যুতদের সন্তানরা ৫০ শতাংশ ছাড় পাবে পটিয়ার মাদ্রাসায়

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলা বর্তমানে এক মানবিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছে। সম্প্রতি কিছু বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষের অবিবেচক সিদ্ধান্তে একাধিক কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত হয়ে পড়েছেন দুঃসহ পরিস্থিতিতে। এই অবস্থায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে পটিয়া উপজেলা বেসরকারি মাদরাসা অ্যাসোসিয়েশন।

সম্প্রতি অ্যাসোসিয়েশনের সভাপতি মুফতি বেলাল উদ্দীন আযাদ ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক বিন আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন দফা মানবিক সিদ্ধান্ত ঘোষণা করার তথ্য পাওয়া গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষের হঠকারী সিদ্ধান্তে চাকরি হারানো ভাই-বোনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একইসঙ্গে ব্যাংক ব্যবস্থাপনাকে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে।

অ্যাসোসিয়েশনের আওতাধীন সকল মাদ্রাসায় ওইসব চাকরিচ্যুত কর্মীদের সন্তানদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে—আবাসিক শিক্ষার্থীদের মাসিক বেতনে ২৫% ছাড়, অনাবাসিক শিক্ষার্থীদের মাসিক বেতনে ৫০% ছাড়, যা ২০২৫ সালের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর এই তিন মাসের জন্য কার্যকর থাকবে।

এছাড়া চাকরিচ্যুতদের যোগ্যতা অনুযায়ী মাদ্রাসাগুলোতে শিক্ষকতা বা অন্যান্য পদে নিয়োগে অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পটিয়া উপজেলা বেসরকারি মাদ্রাসা অ্যাসোসিয়েশনের সভাপতি মুফতি বেলাল উদ্দীন আযাদ বলেন, ব্যাংক কর্তৃপক্ষের এ ধরনের অমানবিক সিদ্ধান্ত আমাদের সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। আমরা চাই, এসব মজলুম পরিবার যেন নতুন করে বাঁচার শক্তি পায়। তাদের সন্তানদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত না হয় এই লক্ষ্যেই আমরা এই মানবিক সিদ্ধান্ত নিয়েছি।

অ্যাসোসিয়েশনর সাধারন সম্পাদক মাওলানা আজিজুল হক বিন আব্দুল্লাহ বলেন, এটি কেবল সহমর্মিতার প্রকাশ নয়, বরং একটি সামাজিক দায়বদ্ধতার অংশ। আমরা চেষ্টা করছি, যেন পটিয়ার কেউ ক্ষুধার্ত বা অসহায় অবস্থায় পড়ে না থাকে। চাকরিচ্যুত ভাই-বোনদের মধ্যে যারা যোগ্য, তাদের আমাদের মাদরাসাগুলোতে চাকরির সুযোগ দেওয়া হবে।

চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা মো. ফারুক আহমদ এ সিদ্ধান্তকে মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, হঠাৎ চাকরি হারিয়ে পরিবার নিয়ে বিপাকে পড়েছিলাম। মাদরাসা অ্যাসোসিয়েশনের এমন উদ্যোগ আমাদের জন্য এক আলোর দিশা।

এদিকে অ্যাসোসিয়েশনের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, খুব শিগগিরই অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে যৌথভাবে বসে একটি ‘যৌথ শিক্ষক নিয়োগ বোর্ড’ গঠন করা হবে, যাতে চাকরিচ্যুতদের দ্রুত পুনর্বাসন করা যায়।

ডিজে

ksrm