মহেশখালীতে হাসপাতাল ঘুরে দেখলেন পিটার হাস, বৃক্ষরোপণ শেষে ফিরলেন নদীপথে

সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে এসে হাসপাতাল পরিদর্শন ও বৃক্ষরোপণ করেছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারে পৌঁছান।

তার সঙ্গে ছিলেন আরও দুই ব্যক্তি—কে এম আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া। তবে এ দুজনের প্রাতিষ্ঠানিক পরিচয় পাওয়া যায়নি। বিমানবন্দর থেকে তারা সরাসরি নুনিয়ারছড়ার বিআইডব্লিউটিএ ঘাটে যান এবং সেখান থেকে স্পিডবোটযোগে মহেশখালীতে পৌঁছান।

বেলা ১১টার দিকে তারা কুতুবজোম ইউনিয়নে হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এক্সিলারেট-হোপ হাসপাতাল পরিদর্শন করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক।

পরিদর্শনকালে সাবেক রাষ্ট্রদূত পিটার হাস বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। পরে তিনি বড় মহেশখালী ইউনিয়নের একটি অনুষ্ঠানেও যোগ দেন।

হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টরসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। এরপর নদীপথে মহেশখালী ছেড়ে তিনি ফিরে আসেন। যদিও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তার মাতারবাড়ি যাওয়ার কথা ছিল, শেষ পর্যন্ত তিনি সেখানে যাননি।

পিটার হাস বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে দায়িত্ব পালন করছেন। কক্সবাজারে ভাসমান এলএনজি টার্মিনাল পরিচালনা করে এই প্রতিষ্ঠানটি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকায় ফেরার কথা রয়েছে।

গত বছরের আগস্টে রক্তক্ষয়ী গণবিক্ষোভের পর অন্তর্বর্তী সরকার গঠনের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক দল এনসিপির পাঁচ শীর্ষ নেতা কক্সবাজারে পিটার হাসের সঙ্গে গোপন বৈঠক করেছেন—এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে সে সময় ওয়াশিংটনভিত্তিক সূত্র জানায়, পিটার হাস তখন বাংলাদেশে ছিলেন না। তাই সেটি শুধু জল্পনা হিসেবেই রয়ে যায়। এবার অবশ্য তিনি সরাসরি কক্সবাজারে উপস্থিত হয়ে আলোচনায় এসেছেন।

ঢাকায় রাষ্ট্রদূত থাকাকালে (২০২২-২০২৪) পিটার হাস বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের অল্প কিছুদিন আগে তিনি দায়িত্ব শেষ করে দেশে ফিরে যান এবং পরে এক্সিলারেট এনার্জিতে যোগ দেন। এ প্রতিষ্ঠানের ব্যবসা সম্প্রসারণ ও বিনিয়োগ পরিকল্পনা এগিয়ে নিতে তার অভিজ্ঞতাকে কাজে লাগানো হচ্ছে।

বাংলাদেশে দায়িত্বকালীন সময়ে পিটার হাস নানা রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং কূটনৈতিক তৎপরতার কারণে সবসময় আলোচনায় ছিলেন। এ বছরের এপ্রিলেও তিনি ঢাকায় এসে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল আয়োজিত বৈঠকে অংশ নেন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করেন। তার মাত্র কয়েক মাস পর ফের কক্সবাজার সফরে এলেন তিনি।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm