চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খাবার পানির সংকট, খালি বোতল নিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আলাওল হল খাবার পানির সংকট দেখা দিয়েছে। এর প্রতিবাদে খালি বোতল নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে হলের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের আলাওল হলের গেটের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন।

শিক্ষার্থীদের দাবি, বারবার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে খাবার পানির সংকটের কথা জানানো হলেও কোনো সমাধান হয়নি এ পর্যন্ত। ফিল্টারগুলোও সব নষ্ট। প্রায় সময়ই পানি কিনে এনে খেতে হয়।

আলাওল ছাত্রাবাসের শিক্ষার্থী চবি’র রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্র ফাহিম ভুঁইয়া জানান, হলের প্রায় সব ফিল্টারই নষ্ট। খাবার পানির জন্য কখনও পাশের হলে যেতে হয়, আবার কখনও কিনে আনতে হয়। আমরা বারবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো সমাধান করছেন না তারা। তাই খালি বোতল হাতে নিয়ে বসেছি।

আব্দুর রহিম নামে চবি’র যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী জানান, অনেকদিন ধরে খাবার পানি নিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে আমাদের। প্রশাসন বারবার আশ্বাস দেয়, কিন্তু সেটা পূরণ করে না।

তবে এ বিষয়ে জানতে আলাওল হলের প্রভোস্ট এনামুল হকের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm