দুবাইয়ে রেমিট্যান্স দিবসে ‘জুলাই চিত্র প্রদর্শনী’

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দুবাই বাংলাদেশ কনসুলেটে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে প্রবাসী শ্রমিকদের নিয়ে ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ পালন করা হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে রেমিট্যান্স যোদ্ধাদের ভূমিকা নিয়ে চিত্র প্রদর্শনী করা হয়।

দুবাইয়ে রেমিট্যান্স দিবসে ‘জুলাই চিত্র প্রদর্শনী’ 1

শনিবার (২ আগস্ট) দুবাই সময় রাত ৯টায় কনসুলেটের কনফারেন্স রুমে এ উপলক্ষে জুলাই চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী কর্মী ও রেমিট্যান্স যোদ্ধা, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবি, ব্যবসায়ী প্রতিনিধি এবং কনস্যুলেট-এর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান জুলাই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। জুলাই-আগস্ট আন্দোলনে রেমিট্যান্স যোদ্ধাদের অসামান্য ভূমিকার ওপর নির্মিত প্রদর্শনীতে দেশের অর্থনীতিতে প্রবাসীদের বিশাল অবদান ও প্রবাসীদের জন্য সরকার গৃহীত নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয়।

‘রেমিট্যান্স যোদ্ধা দিবস-২০২৫’ উপলক্ষে কনসাল জেনারেলের সভাপতিত্বে আলোচনা সভার শুরুতে জুলাই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আলোচনা সভায় অংশ নিয়ে বক্তারা ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানকালীন সময়ে তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং দেশ ও কমিউনিটির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। এছাড়া তারা বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে কনসাল জেনারেল এই আন্দোলনে আমিরাতে সাজাপ্রাপ্ত বাংলাদেশিদের মুক্তির বিষয়ে প্রধান উপদেষ্টার ঐকান্তিক প্রচেষ্টার কথা তুলে ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কাউন্সেলর (শ্রম) ও দূতালয় প্রধান মো. আব্দুস সালাম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm