রাঙ্গুনিয়া থেকে জাতীয়তাবাদী জয়ের শপথ, পাহাড়-সমতলে নতুন বাংলাদেশের স্বপ্নে বিএনপি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ম্যান্ডেটে বিএনপি বিপুল ভোটে জয়ী হবে—এ আশাবাদ প্রকাশ করেছেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা লিচুবাগান বাসস্ট্যান্ড চত্বরে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি-বিজড়িত রাঙ্গুনিয়া থেকেই জাতীয়তাবাদী শক্তির জয়ের হাসি ছড়িয়ে পড়বে সারাদেশে।

তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ‘৩১ দফা’ বাস্তবায়নের মাধ্যমে পাহাড় ও সমতলের মানুষকে সঙ্গে নিয়ে সাম্য, মানবিকতা ও সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে দলটি। এ উদ্দেশ্যে রাজধানী থেকে শুরু করে দেশের প্রতিটি গ্রামে দ্রুতগতিতে সাংগঠনিক কার্যক্রম চলছে।

অধ্যাপক কুতুব উদ্দিন বাহার রাঙ্গুনিয়ার উন্নয়ন নিয়ে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, কর্ণফুলী নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, নদী শাসন, রাঙ্গামাটি–বান্দরবান–খাগড়াছড়ি সংযোগস্থলে কর্ণফুলী নদীর ওপর সেতু নির্মাণ, কাপ্তাই লিচুবাগান অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা, লিচুবাগান পৌরসভা ও কাপ্তাই সড়ক চার লেনে উন্নীত করা, মরিয়মনগর–রাঙ্গামাটি সড়ক সম্প্রসারণ এবং গুমাই বিল আধুনিকায়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টার স্থাপন, শিক্ষার মানোন্নয়নে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধি স্থলকে ঘিরে এতিম শিশু-কিশোরদের জন্য শিক্ষালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপির উত্তর জেলা সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুছ চৌধুরী, যুগ্ম সম্পাদক আজম খান, উপজেলা সদস্য সচিব আবু আহমেদ হাসনাত, পৌর বিএনপির আহ্বায়ক মাহবুব ছফা, সদস্য সচিব আবদুস ছালাম, শিলক ইউনিয়ন চেয়ারম্যান নবাব মিয়া, ফজলুল হকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

ksrm