চট্টগ্রামের বায়েজিদ থানার বালিকার মোড় এলাকায় ‘পাক পাঞ্জাতন হেফজ ও এতিমখানা’র এক ছাত্রকে বলৎকারের অভিযোগ উঠেছে খোদ মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষককে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত শিক্ষক এম মিজানুর রহমানের (২৪) বিরুদ্ধে বুধবার (১৯ মে) বলৎকারের শিকার ওই ছাত্রের বাবা শুক্কর আলী থানায় এসে অভিযোগ দায়ের করেন।
এরআগে মঙ্গলবার (১৮ মে) গভীর রাতে সুমন আলী (১১) বলৎকারের শিকার হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী পুলিশ পরিদর্শক শীলাব্রত বড়ুয়া জানান, বিকেল সাড়ে ৫টার দিকে সুমন আলী নামে এক শিশুকে নিয়ে হাসপাতালে আসেন তার বাবা। বাবাটি অভিযোগ করেন শিশুটি যে মাদ্রাসায় পড়েন সেই মাদ্রাসার শিক্ষক তার ছেলেকে বলাৎকার করেছেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পর্যবেক্ষন শেষে শিশুটিকে ওসিসিতে পাঠিয়ে দেন।
শিশুটির বাবা শুক্কর আলী বলেন, আমার ছেলে তিন বছর ধরে ‘পাক পাঞ্জাতন হেফজ ও এতিমখানা’ মাদ্রাসায় পড়ে। ৭ মাস আগে ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন মিজানুর রহমান। যোগদানের পর থেকেই শিক্ষকটি বিভিন্নভাবে বাচ্চাদের বলৎকার করত। এর আগেও কয়েকবার বলৎকারের শিকার হয়েছে আমার ছেলেটি। মঙ্গলবার রাতেও একই ঘটনা ঘটে। সকালে আমার ছেলেটি মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে আমাকে সব খুলে বলে। আমি সব শুনে পুলিশে খবর দিলে ওই শিক্ষককে থানায় নিয়ে আসা হয়। শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. খায়রুল ইসলাম জানান, মঙ্গলবার গভীর রাতে শিশু সুমন আলীকে নিজ রুমে ডেকে নিয়ে বলৎকার করেন শিক্ষক মিজানুর রহমান। পরে শিশুটি তার বাবাকে জানালে থানায় এসে অভিযোগ দায়ের করেন শিশুটির বাবা। পুলিশ গিয়ে মাদ্রাসা থেকে শিক্ষক মিজানুর রহমানকে আটক করে থানায় এনে হাজতে রাখা হয়েছে। পুরো বিষয়টি ভালোভাবে জেনে মামলা এন্ট্রি করা হবে বলে জানান তিনি।
আইএমই/এসএ