s alam cement
আক্রান্ত
৫১৪৯৯
সুস্থ
৩৭৪৯৪
মৃত্যু
৫৭৩

পাঁচলাইশ থানার ওসিসহ সিএমপিতে ৯ পরিদর্শকের রদবদল

0

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ৯ পরিদর্শক পদে রদবদল করা হয়েছে। বুধবার (১৯ মে) সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদলের করা হয়।

আদেশ অনুযায়ী পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়াকে নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) পদায়ন করে সিটিএসবির পরিদর্শক জাহেদুল কবিরকে পাঁচলাইশ থানার ওসি পদে পদায়ন করা হয়েছে।

একই আদেশে চকবাজার থানার পরিদর্শক তদন্ত রিয়াজ উদ্দিন চৌধুরীকে ইপিজেড থানার পরিদর্শক (তদন্ত) পদে বদলি করা হয়েছে। চকবাজার থানায় পরিদর্শক (তদন্ত) করা হয়েছে সিএমপির লাইনওআর-এ কর্মরত পরিদর্শক সহিদুল ইসলামকে।

গোয়েন্দা দক্ষিণ বিভাগের পরিদর্শক দেবপ্রিয় দাশকে প্রসিকিউশন শাখায়, বাকলিয়ার পরিদর্শক (তদন্ত) মঈন উদ্দীনকে সিটিএসবিতে, গোয়েন্দা পশ্চিম বিভাগের পরিদর্শক শাহাদাৎ হোসেনকে অপারেশনে এবং পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোছাইনকে গোয়েন্দা পশ্চিম বিভাগে পদায়ন করা হয়েছে।

অপরদিকে, প্রসিকিউশনের পরিদর্শক আরিফ হোছাইনকে বদলি করা হয়েছে বাকলিয়ার পরিদর্শক তদন্ত পদে।

এআরটি/এসএ

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm