মালয়েশিয়ায় বহুতল ভবন থেকে পড়ে মিরসরাইয়ের যুবক নিহত

মালয়েশিয়া বহুতল ভবন থেকে পড়ে চট্টগ্রামের মিরসরাইয়ের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮ টায় কুয়ালালামপুরের এম্পাং শহরে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আবু মশিউর রহমান কাঁকন (২৪)। তিনি উপজেলার ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভূঁইয়া গ্রামের রশিদ মাঝি বাড়ির আবুল বশরের ছেলে। বর্তমানে কাঁকনের মরদেহ মালয়েশিয়ার আমপাং হাসপাতালে রয়েছে।

নিহত কাঁকনের চাচাতো ভাই আবু সাহাদাত সায়েম বলেন, ‘এক বছর আগে জীবিকার তাগিদে মালয়েশিয়া যান আমার চাচাতো ভাই আবু মশিউর রহমান কাঁকন। সেখানে সে কনস্ট্রাকশনের কাজ করতো। শুক্রবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের এম্পাং শহরে বহুতল ভবনের কাজ করার সময় অসাবধানতাবসত ৭ তলা ভবন থেকে নিচে পড়ে মারা যায়। এতো তাড়াতাড়ি আমার চাচাতো ভাই আমাদের ছেড়ে চলে যাবে কখনো চিন্তা করি নাই। ছেলেকে হারিয়ে শোকে স্তব্ধ তার বাবা-মা। লাশ দেশের আনার প্রক্রিয়া চলছে।’

বিষয়টি নিশ্চিত করেছেন ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ উদ্দিন রাকিব। তিনি বলেন, ‘এক বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে মালয়েশিয়া যান আবু মশিউর রহমান কাঁকন। সেখানে কাজ করার সময় বহুতল ভবন থেকে পড়ে মারা গেছে। মরদেহ দেশে আনার জন্য সব ধরনের ডকুমেন্টস দিয়ে সহযোগিতা করবো।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm