চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় কক্সবাজারগামী শিশুসহ ১১ পর্যটকের মৃত্যুর তিস মাস পর প্রধান আসামি বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার বাসচালকের নাম মুহাম্মদ সোহেল তালুকদার। তিনি ঢাকার দক্ষিণখান থানার ফরহাদাবাদ এলাকার বাসিন্দা এবং মুহাম্মদ হানিফের ছেলে।
রোববার (৬ জুলাই) র্যাব-৭ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে রাজধানীর মিরপুর মডেল থানার আনসার ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, দুর্ঘটনার পর থেকেই সোহেল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মিরপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
গত ১ এপ্রিল ঢাকার মিরপুর থেকে কক্সবাজার যাওয়ার উদ্দেশ্যে রফিকুল ইসলাম তার পরিবার ও আত্মীয়-স্বজনসহ একটি মাইক্রোবাসযোগে রওনা দেন। পরদিন ২ এপ্রিল সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম অভিমুখী দ্রুতগতির রিলাক্স পরিবহনের একটি বাস কক্সবাজার অভিমুখি মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম, তার স্ত্রী, দুটি শিশু সন্তানসহ ১০ জন নিহত হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
এ ঘটনায় নিহত রফিকুলের শ্যালক মো. রবিউল হাসান সুজন লোহাগাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় প্রধান আসামি ছিলেন বাসচালক মুহাম্মদ সোহেল তালুকদার।
ডিজে