শ্রীশ্রী জন্মাষ্টমী পরিষদ রাঙামাটি জেলা কমিটির পরিচিতি ও প্রস্তুতি সভা

শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাঙামাটি জেলার নবগঠিত কমিটির পরিচিত ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসন্ন শ্রীশ্রী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে আলোচনা হয়েছে।

শ্রীশ্রী জন্মাষ্টমী পরিষদ রাঙামাটি জেলা কমিটির পরিচিতি ও প্রস্তুতি সভা 1

শুক্রবার (১৮ জুলাই) সকালে রাঙামাটি জেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
 
সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিলন শর্মা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চন্দন মহাজন।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙামাটির আহ্বায়ক ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ সভাপতি নন্দিতা দাস, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাঙামাটি জেলা কমিটির সহ-সভাপতি আশীষ দাশ, সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় আসন্ন জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া রাঙামাটি ১০ উপজেলায় কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাঙামাটি জেলা কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য দয়াল দাশ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm