সাগরে চট্টগ্রামের ১৮ জেলে ১৮ দিন ধরে নিখোঁজ, আশঙ্কা বাড়ছে দিন দিন

পরিবারে উদ্বেগের ছায়া

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে সাগরে মাছ ধরতে গিয়ে বোট মালিকসহ ১৮ জন জেলে ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। ১৩ সেপ্টেম্বর রাতে নগরের বাকলিয়া থানার নতুন ফিশারিঘাট থেকে ‘এফ বি খাজা আজমীর’ নামের ফিশিং বোটটি সাগরে যায়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ বোটের মালিকের স্ত্রী সেলিনা আক্তার (৪০) গত ২৪ সেপ্টেম্বর চট্টগ্রামের সদরঘাট নৌ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫৫৫) করেছেন। জিডিতে তিনি জানান, তার স্বামী আলী আকবর (৪৯) দীর্ঘদিন ধরে মাছ ধরার ব্যবসার সঙ্গে যুক্ত। তার মালিকানাধীন বোটে মাঝি আবু তাহের (৫৫), স্টাফ জামাল (৪৫), বাবুর্চি রুবেল (৩৫) এবং আরও ১৪ জন জেলে মাছ ধরতে বের হন।

সেলিনা আক্তার বলেন, ‘প্রথমে ভেবেছিলাম নেটওয়ার্ক সমস্যার কারণে যোগাযোগ হচ্ছে না। কিন্তু টানা ১০-১১ দিন কোনও খোঁজ না পাওয়ায় আমরা দিশেহারা হয়ে গেছি। এখনো স্বামী ও বোটের সকল মাঝিমাল্লা নিখোঁজ। পুলিশও কোনো খোঁজ দিতে পারছে না।’

সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান জানান, ‘ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নিখোঁজ জেলেদের সন্ধানে খোঁজাখুজি চলছে।’

জিডিটির তদন্ত কর্মকর্তা এসআই আরিফ বলেন, ‘১৩ তারিখের পর থেকে তাদের মোবাইলের অবস্থান শনাক্ত করা যাচ্ছে না। আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর নিয়ে তাদের সন্ধান পাওয়ার চেষ্টা করছি। দেশের প্রতিটি থানায় বার্তাও পাঠানো হয়েছে।’

ksrm