হঠাৎ পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন, দেখলেন রোগী

দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে আসেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম। এ সময় তিনি কয়েকজন রোগীকে চিকিৎসা দেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ উপস্থিত হয়ে তিনি সরাসরি রোগীদের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রোগীদের সেবা পরিস্থিতি নিজে চোখে দেখেন এবং কয়েকজন রোগীকে সরাসরি চিকিৎসা দেন।

জেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসক ও কর্মরত স্টাফদের সাথে কথা বলেন। তিনি হাসপাতালের সার্বিক সেবা কার্যক্রমের মানোন্নয়নে নির্দেশনা দেন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও রোগীবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।

পরিদর্শন শেষে সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, স্বাস্থ্যসেবা জনগণের মৌলিক অধিকার। উপজেলা পর্যায়ে সাধারণ মানুষ যেন সহজে ও নিশ্চিন্তে চিকিৎসা নিতে পারে, সে বিষয়টি নিশ্চিত করতেই আমাদের এ ধরনের আকস্মিক তদারকি।

এদিকে হাসপাতালে উপস্থিত রোগী ও স্বজনরা বলেন, দীর্ঘদিন পর একজন উচ্চপদস্থ স্বাস্থ্য কর্মকর্তা সরাসরি তাদের পাশে এসে দাঁড়ানোয় তারা আনন্দিত। এতে চিকিৎসা সেবার মান আরও উন্নত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমকর্তা ডা. মোহাম্মদ আবু তৈয়ব, অন্যান্য চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীরা।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm