নিখোঁজের ১৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ার সাগর উপকূলে সাগরে ডুবে যাওয়া মোহাম্মদ সিফাতের মরদেহ।
রোববার (১৮ মে) সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল লাশটি উদ্ধার করে।
নিহত সিফাত (১৭) কক্সবাজার সদর উপজেলার ইনানী সেপটখালী গ্রামের আমানুল্লাহর ছেলে। বাঁশবাড়িয়া ফেরিঘাট অ্যাপ্রোচ সড়কে নির্মাণশ্রমিক হিসেবে নিয়োজিত ছিল সে।
এর আগে শনিবার বিকাল ৪টার দিকে এক বন্ধুসহ সাগরে গোসল করতে নেমে জোয়ারের পানির স্রোতে তলিয়ে যায় সিফাত।
সিফাতের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. ফিরোজ মিয়া। তিনি জানান, রোববার সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার অভিযান শুরু হয়। এর মধ্যেই সকাল ১০টার দিকে সিফাতের লাশ সাগরে ভেসে ওঠে। যে জায়গায় সিফাত নিখোঁজ হয়, সেখান থেকে ৫০০ গজ উত্তরে লাশটি পাওয়া গেছে। লাশ উদ্ধারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তবে শনিবার সিফাত নিখোঁজের পর কুমিরা নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। পরে আগ্রাবাদ স্টেশন থেকে ডুবুরি দলও অভিযানে যোগ দেয়। কিন্তু তাকে খুঁজে না পেয়ে রাত ৮টার দিকে অভিযান স্থগিত করা হয়। রোববার সকালে পুনরায় শুরু হয় উদ্ধার অভিযান।
ডিজে