দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আমিলাইষ কাঞ্চনা বঙ্গ চন্দ্র ঘোষ ইনস্টিটিউট প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ইফতার ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ মার্চ চট্টগ্রাম নগরীর খুলশীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও বিদায় সংবর্ধনায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক ডা. ইমরান উশ শহীদ। অনুষ্ঠানে বিদ্যালয়ের দুই শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি উপস্থিত ছিলেন হিসেবে বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক আবুল মনছুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান মেডিসিন বিশেষজ্ঞ মরহুম প্রফেসর ডা. রিদওয়ান উর রহমানের স্ত্রী শিশুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ রাশেদা সামাদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ কে বি সি ঘোষ ইনস্টিটিউট প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহবায়ক ও চমেক হাসপাতালের গ্যাস্ট্রোএন্ট্রোলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মো. আব্দুল কাদের।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. রাশেদা সামাদ বলেন, আমার স্বামীর স্মৃতি বিজড়িত স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতারে অংশ নিতে পেরে খুবই আনন্দিত। একজন গুণী শিক্ষককে যথাযথ সম্মানের সাথে বিদায় সংবর্ধনা প্রদান এলামনাইয়ের একটি প্রশংসনীয় উদ্যোগ। মরহুম প্রফেসর ডা. রিদওয়ান উর রহমান তাঁর এই বিদ্যাপীঠকে কতটা হৃদয়ে ধারণ করতেন সেটা নিয়ে স্মৃতিচারণ করেন তিনি।
সংবর্ধিত অতিথি অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল মনছুর বলেন, আমি সৌভাগ্যবান, যে স্কুলে পড়াশুনা করেছি, সেই স্কুলিই দীর্ঘ পয়ত্রিশ বছর শিক্ষকতা করেছি। শিক্ষকতার প্রতি আকর্ষণের কারণে পড়াশোনা শেষে ভালো চাকরির সুযোগ পেয়েও অন্য চাকরিতে যোগ দিই নি। এমনকি অন্য শিক্ষাপ্রতিষ্ঠানেও যাইনি। বক্তব্যে ছাত্রাবস্থা থেকে শুরু করে দীর্ঘ শিক্ষকতা জীবনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেন তিনি।
আয়োজক কমিটির সদস্য সচিব নজরুল ইসলাম তামিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী প্রকৌশলী মো. আবুল বশর, অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, নুরুন্নাহার বেগম, বিজয় কুমার নন্দী, অধ্যক্ষ আবদুল খালেক।
সংবর্ধিত অতিথি আবুল মনছুর স্যারের অবদান ও স্কুলের জীবনের স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থী এরশাদুর রহমান, নুরুল আলম, মোস্তফা ওবাইদুল্লাহ চৌধুরী, শওকত-উর-রহমান, মো: আরমান হোসেন, মো: মহিউদ্দিন সাদেক, মো: নাজিম উদ্দীন, আনজুমান আরা সাথী, বেলাল উদ্দীন, মাসুদ পারভেজ, মো: আবদুল আওয়াল, দেলোয়ার হোসেন, মিজানুর রহমান, ডা. সেলিম মোরশেদ, মো: ফিরোজ ও আজগর হোসেন জিসান প্রমুখ।
ইফতার ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের যুগ্ম সদস্য সচিব নাছির উদ্দিন ছিদ্দিকী।