চট্টগ্রামের হাটহাজারীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় বিএনপি’র কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মোহামদ হেলাল উদ্দীন বলেছেন, ‘বাকশালী দুঃশাসন থেকে জাতিকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসনের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন শহীদ জিয়া। এখন পর্যন্ত দেশের যে মৌলিক উন্নয়নগুলো হয়েছে, তার ভিত্তি শহীদ জিয়া গড়ে দিয়েছিলেন। আর যতগুলো সংস্কার হয়েছে, তার সবই করেছে বিএনপি। তাই জিয়াউর রহমানই আধুনিক বাংলাদেশের রূপকার।’
তিনি আরও বলেন, ‘একাত্তরে পাকবাহিনীর নির্মম ও পৈশাচিক আক্রমণে দিশেহারা জাতির মুক্তির জন্য বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। তিনি রণাঙ্গনে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। দেশের ক্রান্তিকালে সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছিলেন শহীদ জিয়া। তাঁর সৎ ও দক্ষ নেতৃত্ব বিশ্বদরবারে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছিল।’
হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন চেয়ারম্যান এবং পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলমের সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন পৌরসভা বিএনপির আহ্বায়ক মো. জাকের হোসেন। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সেলিম চেয়ারম্যান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. মো. রফিক, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ শুক্কুর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. আইয়ুব খাঁন।
ব্যারিস্টার হেলাল বলেন, ‘দীর্ঘ সতের বছর যাবৎ একটি ভোটবিহীন, অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বৈরাচার শাসকের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি। গুম, খুন, অত্যাচার, নির্যাতন সহ্য করেও এখন পর্যন্ত ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে বিএনপিই রাজপথে টিকে আছে। যদি আবার কোনো নতুন ষড়যন্ত্র দেখতে পায়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে রাজপথেই অবস্থান নেবে বিএনপি।’
তিনি আরও বলেন, ‘বিএনপিই আজ জনগণের আশা-ভরসার কেন্দ্রস্থল। জনগণের সরকার প্রতিষ্ঠা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দিতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।’
সভায় এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ-সভাপতি আসিফ চৌধুরী, সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট নাজমুল, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদ চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, উত্তর জেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম টুটুল, হাটহাজারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তকিবুল হাসান চৌধুরী তকি সহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।