চট্টগ্রামের হাটে রাজস্থান মরুভূমির অতিথি, উটের দাম ৩৫ লাখ

উট এল, উন্মাদনা ছড়াল, দাম শুনে চোখ কপালে!

দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় কোরবানির পশুর হাট মইজ্জ্যারটেকে এবার নতুন চমক—মরুর বালুচর পেরিয়ে হাটে আসা বিশালাকৃতির তিনটি উট। প্রথমবারের মতো এই হাটে আসা উটগুলো কেবল ধর্মীয় কোরবানির পশু হিসেবেই নয়, বরং দর্শনার্থীদের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।

প্রতিটি উটের দাম হাঁকা হচ্ছে ২৫ থেকে ৩৫ লাখ টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন, দাম যতই হোক, আগ্রহী দর্শনার্থীর অভাব নেই। অনেকেই দূর-দূরান্ত থেকে কেবল উট দেখতে এসেছেন। ছবি তুলছেন, ভিডিও করছেন, শিশুরা উটের চারপাশ ঘিরে হৈ-চৈ করছে।

উট বিক্রেতা মো. মন্টু হোসেন জানালেন, ‘আমার স্টলে আছে তিনটি উট, ২৬টি গরু আর ৬টি মহিষ। উটগুলো বেনাপোল হয়ে এসেছে, মূল উৎস ভারতের রাজস্থান এলাকা। দাম চাচ্ছি ৩৫ লাখ পর্যন্ত। তবে এখনও পর্যন্ত দেখা বেশি, কেনা কম।’

হাট ইজারাদার মো. জসিম উদ্দিন জুয়েল বললেন, ‘এটাই প্রথমবার মইজ্জ্যারটেকে উট উঠেছে। কোরবানির পশুর পাশাপাশি উট যেন হাটের এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শরীফ জানান, ‘ইজারাবিহীন কোনো স্থানে হাট বসতে দেওয়া হবে না। ইতোমধ্যে কিছু অবৈধ হাট উচ্ছেদও করা হয়েছে। হাটে লেনদেন নিরাপদ রাখতে ক্রেতা ও বিক্রেতাদের সতর্ক থাকতে বলা হয়েছে।’

ধর্মীয় ঐতিহ্যের প্রতীক হিসেবে উটের কদর মুসলিম সমাজে বরাবরই রয়েছে। নবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবাহী এই প্রাণী কোরবানির সময় এক ভিন্ন আবেগ ছড়িয়ে দেয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে। তাই ঈদের আগে মইজ্জ্যারটেকে এই উটগুলো যেন কোরবানির হাটের এক নতুন প্রাণশক্তি এনে দিয়েছে।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm