শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও নগরে নানান কর্মসূচির পালন করা হয়।
শুক্রবার (৩০ মে) দুপুরে কর্মসূচির মধ্যে ছিলো—রাঙ্গুনিয়ায় শহীদ কবরে পুষ্পমাল্য অর্পণ, খতমে কোরআন, দুস্থ ও অসহায়দের খাবার বিতরণ।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও নগর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঈনউদ্দীন মোহাম্মদ শহীদ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন রাঙ্গুনিয়ায় শহীদ জিয়ার ১ম সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করা হয়। একইসঙ্গে এতিমখানায় হাফেজদের নিয়ে দোয়া ও খতমে কোরআনের আয়োজন করা হয়।
পরে নগরীতে পথচারী ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সদস্য মো. আকবর, মো. আসু, মো. রুবেল ও মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. শিবলী নোমান রিফাত, রাশেদুল ইসলাম, কাজী তানিম, রাতুল, রুবেল।