চান্দগাঁওয়ে জুয়ার আসরে অভিযান, সরঞ্জামসহ ১৪ জন আটক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে গভীর রাতে অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়ার বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ১২টার দিকে বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে চান্দগাঁও থানা পুলিশ।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করে জুয়ার সরঞ্জামসহ ১৪ জনকে আটক করি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন—মো. জসিম উদ্দিন (৩২), মো. দিদারুল আলম (৪০), রনি মিয়া (৩৮), মো. নুরুল ইসলাম (৩৫), শাহরাজ (৪৫), মামুন আহমেদ (৩০), মো. কায়ছার (২৮), মো. আলমগীর হোসেন (৩২), মো. ফারুক (৩৬), মো. আজিজুল হক (৩০), নাজিম উদ্দীন (৪৬), মো. ইউসুফ (৩৩), নুর মোহাম্মদ (৪০)। তারা চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আটকদের বিরুদ্ধে সিএমপি অধ্যাদেশের ৯৪ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm