সন্দ্বীপে গৃহবধূর লাশ উদ্ধার, গলায় কালো দাগ

চট্টগ্রামের সন্দ্বীপে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে। তবে ওই লাশের গলায় কালো দাগ দেখা গেছে। পুলিশ ও পরিবারের ধারণা, তাকে খুন করা হয়েছে।

নিহত গৃহবধূর নাম মিনারা বেগম (৩২)। তিনি মুছাপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সুরমান পাটোয়ারীর বাড়ির আলোমগীরের স্ত্রী। তার স্বামী কুতুবদিয়ায় আনসার সদস্য পদে কর্মরত রয়েছে। তিনি চার সন্তানের জননী।

বুধবার (২৮ মে) সকালে নিজ ঘর থেকে সন্দ্বীপ থানার পুলিশ মিনারা বেগমের লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিনারা বেগম চার সন্তান নিয়ে বসবাস করতেন। রাতে সন্তানসহ খাবার খেয়ে তার নিজের ঘরে শুয়েছিলেন। সকালে উঠে তার ছেলে ঘরের রুমের বাইরে মায়ের মরদেহ দেখতে পায়। মিনারা বেগমের গলায় দাগ ছিল।

মিনারার প্রতিবেশী মো. সিরাজ জানান, সকালে মিনারা বেগমকে উদ্ধার করে আমার সিএনজি অটোরিকশা করে হাসপাতালে নিয়ে যাই। তার গলায় দাগ ছিল। মিনারা বেগমের ঘরের পেছনের দরজা খোলা ছিল। হয়তো সেই দরজা দিয়ে ঢুকে কেউ তাকে গলাটিপে হত্যা করেছে। তবে কে বা কারা হত্যা করেছে—এই বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেনি।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল আলম চৌধুরী জানান, বুধবার মিনারা বেগমের ছেলে ঘরের মেঝেতে মায়ের লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি। ভিকটিমের গলায় দাগ রয়েছে। লাশ পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে।

তবে এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন কাউকে আটক করেনি বলে জানান ওসি শফিকুল।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm