চট্টগ্রামে পর্যটক এক্সপ্রেস ট্রেন থেকে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে রেলওয়ে গোয়েন্দা পুলিশের অভিযানে ১হাজার ৭৪০ পিস ইয়াবাসহ মো. শাকিল নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) রাতে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

রেলওয়ে গোয়েন্দা সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেলওয়ে থানার ষোলশহর স্টেশন অতিক্রমের সময় ট্রেনের ‘এক্সট্রা-২’ বগির সামনের টয়লেটের পাশে তল্লাশি চালিয়ে শাকিলকে হাতেনাতে ধরে ফেলেন গোয়েন্দারা।

এ সময় তার পরিহিত প্যান্টের কোমর থেকে স্কচটেপে মোড়ানো পোটলায় থাকা ৯টি এয়ারটাইট পলিপ্যাকে প্যাক করা ১ হাজার ৭৪০ পিস লালচে রঙের ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার শাকিল (২৬) কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে।

অভিযানটি পরিচালনা করেন চট্টগ্রাম রেলওয়ে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা।

রেলওয়ে পুলিশ সুপার শাকিলা সোলতানা জানান, আটক শাকিলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm