ঈদুল আযহার ছুটিতে এবার বন্ধ থাকবে না দেশের সিএনজি ও ফিলিং স্টেশনগুলো। ঈদের দিনসহ আগের সাতদিন ও পরের পাঁচদিন ২৪ ঘণ্টা স্টেশন খোলা রাখার নির্দেশনা দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
২৭ মে (মঙ্গলবার) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল হালিম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
ওই আদেশে আরও উল্লেখ করা হয়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ-নির্বিঘ্ন করতে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমন ঘোষণায় গাড়ির মালিক ও চালকরা স্বস্তিবোধ করছেন। ঈদের ছুটিতে বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকার কারণে দুর্ভোগ পোহাতে সাধারণ মানুষকে।
আইএমই/ডিজে