পাঁচলাইশে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধের মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে দুই নম্বর গেট এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ বছর হবে বলে জানা গেছে।

বুধবার (৪ জুন) সকাল ১১টায় পুলিশ বক্সের পেছনে একটি দোকানের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এসআই) হিরু বড়ুয়া।

তিনি জানান, মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি অসুস্থ ছিল। মাঝে মধ্যে লোকটাকে এলাকায় দেখা যেত। বুধবার সকালে লোকটি মরে রাস্তায় পড়ে ছিল। স্থানীয়রা পুলিশে খবর দিলে আমরা গিয়ে লাশটি উদ্ধার করি।

নিহত ব্যক্তির ঠিকানা ও স্বজনদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান এসআই হিরু বড়ুয়া।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm