উখিয়ায় ‘ডেভিল হান্টে’ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ জুন) রাত সাড়ে ৮টা থেকে উপজেলার জালিয়াপালং, রাজাপালং ও পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে গ্রেপ্তার আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে তাদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন।

গ্রেপ্তাররা হলেন—ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য মনজুর আলম, মাদক মামলার এজাহারভুক্ত আসামি শামীম, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি অলি আহমেদ, সাধারণ নাগরিক তারেক আজিজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুকবুল হোসেন মিথুন, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল হক, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি দানু মিয়া, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক মেম্বার সিরাজুল বশর, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমএ মঞ্জুর ওরফে আবুল মঞ্জুর ও মো. জুবায়ের।

উখিয়া থানা সূত্রে জানা গেছে, অভিযুক্তদের মধ্যে রয়েছেন বর্তমান ও সাবেক ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক, উপজেলা পর্যায়ের সংগঠনিক সম্পাদক এবং ছাত্রলীগের সাবেক শীর্ষ নেতা।

এ ব্যাপারে উখিয়া থানার ওসি মো. আরিফ হোসেন বলেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm