চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকা থেকে পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৮ জুন) রাতে থানার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন।
গ্রেপ্তার দু’জন হলেন—চান্দগাঁও মোহরার চর রাঙ্গামাটিয়া এলাকার মো. ইদ্রিসের ছেলে মো. সোহেল (৪০) এবং চান্দগাঁও উত্তর মোহরা এলাকার মঞ্জুরুল আলমের স্ত্রী রাশু আক্তার (৩৫)।
ওসি মো. আফতাব উদ্দিন বলেন, পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেজে/ডিজে