চট্টগ্রামে ৪৮ ঘণ্টায়ও মেলে না করোনা রোগীর তথ্য, সিভিল সার্জনের ‘দায়সারা’ প্রতিবেদন

তথ্য দিতে বিআইটিআইডি’র অনীহা

চট্টগ্রামের করোনা রোগীদের তথ্য সংগ্রহে কোনো তোড়জোড় নেই সিভিল সার্জন কার্যালয়ের। কোনো ধরনের চেইন-অব-কমান্ড নেই দায়িত্বরত কর্মকর্তাদের মধ্যে। ২৪ ঘণ্টার রিপোর্ট ৪৮ ঘণ্টা পরও যোগ হচ্ছে না প্রতিবেদনে। এক কথায় বলতে গেলে ‘হ-য-ব-র-ল’ অবস্থা করোনার দৈনিক প্রতিবেদনের।

সিভিল সার্জন বলেছেন, সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ল্যাবগুলো ঠিক সময়ে তথ্য পাঠাচ্ছে না। তারা এটিকে গুরুত্ব দিচ্ছেন না। তবে খুব শিগগিরই এ অবস্থার পরিবর্তন হবে।

এর আগে ২০২০ ও ২০২১ সালে করোনার সময়ে চট্টগ্রামের সরকারি ও বেসরকারি হাসপাতাল, বিভিন্ন ল্যাব থেকে পাঠানো তথ্যগুলো নিয়ে সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজে দেওয়া হতো। কিন্তু চলতি মাস থেকে ফের করোনার প্রাদুর্ভাব দেখা গেলেও সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনের আগের মতো তথ্য নেই। অনেকটা দায়সারাভাবেই প্রতিদিন তথ্য দেওয়া হচ্ছে। অনেক হাসপাতাল ও ল্যাবে করোনা পরীক্ষা হলেও সেই তথ্য সংগ্রহে তাদের যেন কোনো মাথাব্যথা নেই।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে প্রতিদিনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেরিনারি এনিম্যাল সাইন্স ও বিশ্ববিদ্যালয় ল্যাবের কোনো তথ্য দেওয়া হচ্ছে না। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মেডিকেল সেন্টার ও পার্কভিউ হাসপাতালের তথ্যও ছিল না প্রতিবেদনে।

গত ২৪ ঘণ্টায় সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে করোনা পরীক্ষা হয়েছে ১২১ জনের। শনাক্ত হয়েছে ৬ জন।

এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজে ১১ জনের ১ জন, শেভরণে ১২ জনের ২ জন, মেট্রোপলিটনে ২০ জনের মধ্যে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া এভারকেয়ারে ১২ জনের মধ্যে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ১৯ জন, এপিক হেলথ কেয়ারে ৪০ জন, ন্যাশনালে ১১ জন ও জেনারেল হাসপাতালে ৪ জনের করোনা পরীক্ষা করা হলেও কেউ শনাক্ত হয়নি।

তথ্য দিতে বিআইটিআইডি’র অনীহা

করোনার তথ্য প্রতিদিনের সিভিল সার্জন কার্যালয়ে সেই নিয়ম মানছে না বিআইটিআইডি। এমনকি ছয়দিন ধরে করোনার নিয়মিত পরীক্ষা চালু হলেও প্রতিষ্ঠানটির কোনো তথ্য সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে নেই।

কেন প্রতিবেদন পাঠানো হচ্ছে না, জানতে যোগাযোগ করা হয় বিআটিআইডি উপ-পরিচালক ডা. ইফতেখার আহমেদের সঙ্গে। তখন তিনি উত্তেজিত হয়ে প্রতিবেদককে বলেন, ‘আপনাদের কেন তথ্য দিতে হবে? আমি তথ্য পাঠাব সিভিল সার্জন অফিসে। এরপর তিনি ফোনের সংযোগ কেটে দেন।’

এ বিষয়য়ে জানতে চাইলে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, আমি তদারকি শুরু করেছি। আগামী শনিবার থেকে আমি নির্দিষ্ট সব ক্লিনিক ও ল্যাবে তাদের দুপুর ১২টার মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ দিয়ে দেবো।’

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm