মিরসরাইয়ে রেললাইনে বসে গেম খেলতে গিয়ে তিন বন্ধু চট্টগ্রামমুখি ‘সোনার বাংলা’ ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে। পাঁচ বন্ধু সেখানে থাকলেও ট্রেন আসতে দেখে দুইজন দ্রুত সরে গিয়ে প্রাণে বাঁচেন।
বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তবে রেলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, ট্রেনটি যে লাইনে এসেছে সেটি দিয়ে আসার কথা নয়। সেটি আপ লাইন। কিন্তু পাহাড়ি ঢলে চিনকি আস্তানা বড়তাকিয়ার মধ্যবর্তী এলাকায় পাহাড়ি ঢলের ব্রিজের তলার মাটি সরে যাওয়ায় ওই এলাকায় সিঙ্গেল লাইন ওয়ার্ক চালু হয়।
নিহতরা হলেন—মধ্যম সোনাপাহাড় এলাকার আবু তাহেরের ছেলে আনিসুর রহমান (১৮), দিদার আলমের ছেলে আরাফাত হোসেন(১৮) ও জিয়াউর রহমানের ছেলে রিয়াজুল ইসলাম (১৮)। এদের সবার বাড়ি উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকায়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল হালিম বলেন, ‘রেললাইনের ওপরে বসে ৫ বন্ধু মোবাইলে গেম খেলছিল। এ সময় ট্রেন চলে আসলে দুই বন্ধু উঠে আসলেও তিনজন কাটা পড়েন। আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশকে দিয়েছি।
আইএমই/ডিজে