পাহাড়তলী থানা লুটের পিস্তলসহ ছিনতাইকারী গ্রেপ্তার

পাহাড়তলী থানা থেকে লুটের অস্ত্রসহ এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি পিস্তল, ৪ রাউন্ড গুলি, দুটি ম্যাগজিন ও একটি প্রসেস উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ছিনতাইকারীর নাম সাইদুর রহমান মাসুম ওরফে ব্লেড মাসুম (২৮)। তিনি পাহাড়তলীর লাকি হোটেল সংলগ্ন কাজী অফিসের পাশে জুম্মা সওদাগরের বাড়ির মো. আবুল কালামের ছেলে।
পাহাড়তলী থানা লুটের পিস্তলসহ ছিনতাইকারী গ্রেপ্তার 1
বুধবার (১৮ জুন) মধ্যরাত ১টার দিকে পাহাড়তলীর জেলেপাড়া রাণী রাশমানিঘাট ওভার ব্রিজের নিচে পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে চেকপোস্ট বসানো হয় রাণী রাশমানিঘাট ওভার ব্রিজের নিচে পাকা রাস্তায়। ওই সময় সাগরিকা রোডের চৌরাস্তার দিকে যাচ্ছিলেন সাইদুর রহমান মাসুম ওরফে ব্লেড মাসুম। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে থামার নির্দেশ দেওয়া হয়। তখন পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার শরীর তল্লাশি করে কোমরের বেল্টের সঙ্গে ঝুলানো অবস্থায় একটি কালো রংয়ের পিস্তলের প্রসেস, একটি ৭.৬২ এমএম পিস্তল, ৪ রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্লেড মাসুম জানান, অস্ত্রটি পাহাড়তলী থানা থেকে লুট করা। এটি তিনি অপর একজনের কাছ থেকে কিনে নেন। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে পাহাড়তলীর আশপাশের এলাকায় সুযোগ বুঝে ছিনতাই করে থাকেন।

এ ঘটনায় এসআই জসীম উদ্দীন বাদি হয়ে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করেন। মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাকে আদালত পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার ব্লেড মাসুমের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির আরও একটি মামলা রয়েছে। পাহাড়তলী থানায় গত ২৭ মে করা হয় ওই মামলা।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm