সাবেক এমপি ফজলে করিমকে আরও দুই মামলায় শ্যোন অ্যারেস্ট

চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ও কারাবন্দি আওয়ামী লীগ নেতা এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ জুন) চট্টগ্রাম মহানগর হাকিম আদালত-৬ এর বিচারক এসএম আলাউদ্দিন মাহমুদ শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানিকালে ফজলে করিমকে আদালতে হাজির করা না হলেও ভার্চুয়ালি যুক্ত করা হয় এলইডি স্ক্রিনের মাধ্যমে। এসময় তিনি নিজেকে ‘চট্টগ্রাম-৬ আসনের বৈধ সংসদ সদস্য’ দাবি করে বলেন, ‘আমি চট্টগ্রামের ছাত্র আন্দোলনের কোনো সহিংস ঘটনার সঙ্গে জড়িত নই, আমি নির্দোষ।’

আদালত পুলিশের পরিদর্শক শাহিনুর আলম জানান, গত বছরের ৪ আগস্ট ‘বৈষম্যবিরোধী আন্দোলন’ চলাকালে সংঘটিত হামলার ঘটনায় কোতোয়ালী ও সদরঘাট থানায় হওয়া দুটি মামলায় ফজলে করিমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তারা। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।

গত বছরের ৫ আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতির ঘোষণা অনুযায়ী সংসদ ভেঙে গেলে সংসদ সদস্য পদ হারান ফজলে করিম। এরপর আত্মগোপনে চলে যান তিনি।

গত বছরের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।

পরে ১৯ সেপ্টেম্বর হেলিকপ্টারে করে তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। তাকে আদালতে হাজির করার সময় উত্তেজিত জনতা প্রিজন ভ্যানে ডিম নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছিল।

জেজে/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm