পটিয়ায় বাইকের ধাক্কায় আহত মাছ ব্যবসায়ীর মৃত্যু

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হওয়া মাছ ব্যবসায়ী যুবক ১৩ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।

নিহত যুবকের নাম সাইফুল ইসলাম (২৫)। তিনি পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের থানা মহিরা এলাকার আবদুল মজিদের ছেলে। তিনি মাছের ব্যবসা করতেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বুধবার মধ্যরাত ৪টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার মধ্যরাত ৩টার দিকে দুর্ঘটনার শিকার হন।

পটিয়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় দ্রুতগামী একটি মোটরসাইকেলের ধাক্কায় সাইফুল ইসলাম নামের এ যুবক মহাসড়কে ছিঁটকে পড়েন। এসময় আরও কয়েকটি মোটরসাইকেল তার শরীরের ওপর দিয়ে চাপা দিয়ে চলে যায়। এ অবস্থায় গুরতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোররাত ৪টায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার আসরের নামাজের পর গ্রামের বাড়ি থানামহিরা এলাকায় নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এদিকে সাইফুল ইসলামের মৃত্যুতে তার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। ছেলেকে হারিয়ে পাগলপ্রায় তার বৃদ্ধ বাবা আবদুল মজিদসহ পরিবার ও স্বজনেরা। নিহত সাইফুল ইসলাম গত ১০ মাস আগে বিয়ে করেছেন। যৌথ পরিবারে থাকতেন তারা। তার নববিবাহিতা স্ত্রী সন্তানসম্ভবা। স্বামীকে অকালে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন তার স্ত্রী।

নিহত সাইফুল ইসলামের বড়ভাই আলাউদ্দিন বলেন, আমার ছোট ভাই সাইফুল ইসলাম মাছের ব্যবসা করতেন। প্রতিদিন তার ব্যবসা শেষে রাত করেই বাড়ি ফিরতেন। মঙ্গলবার রাতে সে বাড়িতে আসার পথেই কিছু দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দিয়ে সড়কে ফেলে চলে যায়। আমরা খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি তার অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার তার শরীরে অপারেশন করার কথা ছিল। তার আগেই আমাদের পরিবারের ছোট ভাইকে হারালাম।

পটিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. জসিম বলেন, মঙ্গলবার গভীর রাতে মহাসড়কের ভেল্লাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে পটিয়ার যুবক সাইফুল ইসলামের মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm