পটিয়ায় ৩১ দফা প্রচারে বিএনপির লিফলেট বিতরণ

চট্টগ্রামের পটিয়ায় বিএনপির ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের কাছে তুলে ধরতে প্রচারপত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে এসব প্রচারপত্র সাধারণ মানুষের কাছে বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য সৈয়দ সাদাত আহমেদ। এসময় উপজেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সৈয়দ সাদাত আহমেদ বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং সুশাসন নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। এজন্য জনগণকে সাথে নিতে আমরা ৩১ দফা ঘোষণা করেছি। প্রতিটি পরিবার ও জনপদে এ দফাগুলো তুলে ধরা আমাদের দায়িত্ব।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসন প্রতিষ্ঠা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন, দুর্নীতি দমন ও স্বচ্ছ প্রশাসন গঠন,কৃষি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই সংস্কার ও বেকার সমস্যা সমাধানে নতুন কর্মসংস্থান সৃষ্টিসহ আরো নানা ইতিবাচক বিষয় নিয়ে বিএনপির ৩১ দফায় তুলে ধরা হয়েছে।

কেলিশহর ইউনিয়নের স্থানীয় এক ব্যবসায়ী বলেন, রাজনৈতিক নেতারা যদি সত্যিই ঘোষণাগুলো বাস্তবায়ন করেন, তাহলে সাধারণ মানুষের উপকার হবে। তবে আমরা চাই কথা নয়, কাজে প্রমাণ।

প্রচারপত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় বিএনপি নেতারা বলেন, মাঠ পর্যায়ে জনগণের সাথে সম্পৃক্ত না হলে ফ্যাসিস্ট হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলন সফল হতো না। তাই জনগণকে সচেতন করার অংশ হিসেবে এই প্রচারপত্র বিলি করা হচ্ছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm