চট্টগ্রামের লোহাগাড়ায় একটি বেসরকারি ব্যাংকের এসির কম্প্রেসার ‘চুরি করতে গিয়ে’ বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেছে এক যুবকের।
২১ সেপ্টেম্বর (রোববার) সকালে উপজেলার বটতলী স্টেশনের ব্যাংক এশিয়া ভবনের তৃতীয় তলার কার্ণিশে এসির বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এসময় সময় স্থানীয়রা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসে জানালে তারা এসে মরদেহ উদ্ধার করে।
নিহত যুবকের নাম মোহাম্মদ জিহাদ (১৯)। কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার গুনাইঘর ইউনিয়নের কাচারিখোলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে তিনি। লোহাগাড়ায় তার বড় ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন এবং পেশায় স্ক্র্যাপ ব্যবসায়ী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, নিহত যুবকটি লোহাগাড়া সদরের রশিদার পাড়া রোড়ে স্ক্র্যাপের ব্যবসা করার পাশাপাশি চুরির সঙ্গে জড়িত রয়েছে। ব্যাংক এশিয়া ভবনে ব্যাংকের এসির কম্প্রেসার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে এসির বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি এসির কম্প্রেসার চুরি করতে এসেছিলেন। পরে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিজে