কক্সবাজারের চকরিয়ায় যাত্রী সেজে চালকের মুখে ড্রাগ (শয়তানের নিঃশ্বাস) ব্যবহার করে চালককে অজ্ঞান করে ব্যাটারিচালিত একটি অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকালে মাতামুহুরী ব্রিজের (সেতু) পাশে এই ঘটনা ঘটে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে অটোরিকশা চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অটোরিকশা চালকের নাম গিয়াস উদ্দিন (৩৫)। তিনি চকরিয়া উপজেলার পূর্ববড় ভেওলা ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত শামশুর আলমের ছেলে।
অটোরিকশা চালক গিয়াস উদ্দিনের চাচী হুমায়ূরা বেগম জানান, রোববার দুপুর ২টার দিকে বাড়িতে ভাত খেয়ে অটোরিকশা নিয়ে চিরিংগা উদ্দেশ্যে রওনা হন গিয়াস উদ্দিন। এরই মধ্যে বিকেলে চিরিঙ্গা মাতামুহুরী সেতু এলাকায় অভিনব কৌশলে যাত্রী সেজে ছিনতাইকারী চক্রের সদস্যরা গাড়িতে উঠেন। পরে গিয়াস উদ্দিনকে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে যায় ছিনতাইকারীরা।
স্থানীয় লোকজন মাটিতে পড়ে থাকতে দেখে গিয়াস উদ্দিনকে ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গিয়াসের অটোরিকশা ছিনতাই হওয়ার কারণে পরিবারের সদস্যরা ভেঙে পরেছেন। এখন সংসার কিভাবে চলবে! আর সন্তানদের পড়াশোনার খরচ কিভাবে জোগার করবে, তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এলাকাবাসী জানান, দেড় মাস আগে গিয়াস উদ্দিনের বাবা মারা যান। পরিবারের হাল ধরতে এক মাস আগে কিস্তিতে দুই লাখ টাকা দিয়ে একটি নতুন ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম) কিনে বদরখালী-চিরিংগা রুটে যাত্রী বহন করে জীবিকা নির্বাহ করতেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনাটি কেউ জানায়নি। তবে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিজে