চাকসু নির্বাচন/ ছাত্র ইউনিয়ন-ছাত্রফ্রন্ট সমর্থিত ‘দ্রোহ পর্ষদ’র ভিপি প্রার্থী রিজু, জিএস ইফাজ
‘অহিংস শিক্ষার্থী ঐক্য’র প্যানেল ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্র ইউনিয়ন (একাংশ) ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ) সম্মিলিত জোট ‘দ্রোহ পর্ষদ’ প্যানেল ঘোষণা করেছে।
রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ঝুপড়ির সামনে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করা হয়। এ সময় প্যানেল পরিচিতি দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন।
প্যানেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রিজু লক্ষ্মী অবরোধকে ভিপি এবং ছাত্র ইউনিয়নের সভাপতি ইফাজ উদ্দিন আহমেদকে জিএস ও দপ্তর সম্পাদক শেখ জুনায়েদ কবিরকে এজিএস প্রার্থী করা হয়েছে।
দ্রোহ পর্ষদ প্যানেল থেকে দপ্তর সম্পাদক পদে নয়ন কৃষ্ণ সাহা, সহ-দপ্তর সম্পাদক পদে অনুত্তর চাকমা , সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে আছাদ বিন রহমান, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে নুসরাত জাহান ইপা, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে রুৎমিলা মুমতাহিন নির্ঝরা প্রার্থী হয়েছেন।
এছাড়া গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে উমংনাইং। সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে সোহেল রানা। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে রোহান আল মহান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এসএম ইব্রাহিম। যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ট্যালেন্ট চাকমা, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে রুদাবা আদনিনের নাম ঘোষণা করা হয়েছে।
একইসঙ্গে নির্বাহী সদস্য হিসেবে লড়বেন বিসন চাকমা, জেস চাকমা ও অরিত্র রহমান।
‘নারী শিক্ষার্থীরা হেনস্তার শিকার হচ্ছেন’
এদিকে সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী রিজু লক্ষ্মী অবরোধ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরা হেনস্তার শিকার হচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও নারী শিক্ষার্থীরা কটূক্তির শিকার হচ্ছেন। এমনকি নারী শিক্ষার্থীদের নির্বাচনে প্রার্থী হতে বাধা তৈরি করা হচ্ছে।
নির্বাচনের তারিখ পেছানোর দাবি জানিয়ে তিনি বলেন, আমরা সাংগঠনিকভাবে নির্বাচনের তারিখ দুই-তিনদিন পেছানোর দাবি জানানো। কারণ প্রচারণার জন্য যে সময় বেঁধে দেওয়া হয়েছে, তা পর্যাপ্ত নয়। যে চার দিন হাতে আছে, সেটা পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে পারব বলে মনে হচ্ছে না।
‘অহিংস শিক্ষার্থী ঐক্য’র প্যানেল ঘোষণা
রোববার (২১ সেপ্টেম্বর) ‘অহিংস শিক্ষার্থী ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করেছেন শিক্ষার্থীদের একটি অংশ। প্যানেলের পক্ষ থেকে সেশনজট, আবাসন, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, শাটল ও লাইব্রেরি সুবিধা উন্নয়নসহ ৩১টি দফা দাবি তুলে ধরা হয়।
এদিনে দুপুর ১টায় চবি ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে প্যানেল পরিচিতি তুলে ধরা হয়।
প্যানেল থেকে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মুহাম্মদ ফরহাদুল ইসলাম, জিএস পদে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী মুহাম্মদ ইয়াছিন উদ্দীন, এজিএস পদে শহীদুল ইসলাম, খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে খায়রুল আমীন, সহখেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মুহাম্মদ ফয়সাল হোসেন।
ডিজে