পুলিশ দেখে আগ্রাবাদের ডেবায় ঝাঁপ, ১৫ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর বন্দর থানা এলাকায় পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। পুলিশের একটি টহল টিমকে দেখে ভয়ে আগেরদিন পুকুরে লাফ দেন এই যুবক। প্রায় ১৫ ঘন্টা পর পুকুরের ২০ ফুট নিচ থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরিরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে বন্দর থানার মধ্যম হালিশহর ২ নম্বর সাইট এলাকার ব্রিকফিল্ড এলাকার ডেবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম মাসুদ রানা। তিনি একই এলাকার নেছার আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, ডেবার পাড়ে মাদক ক্রেতা-বিক্রেতাদের যাতায়াত ছিল নিয়মিত। তাছাড়া স্থানীয় যুবকরা সেখানে বসে আড্ডাও দিতেন। রোববার বিকালে পাড়ে বসে তাস খেলছিল মাসুদ রানাসহ কয়েকজন। ওই সময় বন্দর থানা পুলিশের একটি টহল টিমকে দেখে ভয়ে সবাই পালাতে থাকে। এদের মধ্যে মাসুদ রানা সহ ৪-৫ জন ডেবাতে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেছিলো। বাকিরা সাঁতরিয়ে পার হতে পারলেও পানিতে ডুবে যান মাসুদ রানা।

রোববার দুপুর ৩টার দিকে ডুবে গেলেও মাসুদের লাশটি উদ্ধার করা হয় সোমবার সকাল ৮টার দিকে। প্রায় ১৫ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল। ডেবাটির প্রায় ২০ ফুট নিচ থেকে মাসুদের লাশটি উদ্ধারের কথা জানায় ডুবুরিরা।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মো. আবদুল মান্নান আনসারী জানান, সকাল সাড়ে ৮টার দিকে ডেবার পাড় এলাকার ডেবা থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

বন্দর থানার ওসি আফতাব উদ্দিন বলেন, সকালে ডেবার পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধারের কথা জানি। তবে গতকাল ওই এলাকায় কোনো অভিযান পরিচালনা করা হয়নি। হয়ত টহল পুলিশকে দেখে ভয়ে যুবকটি পুকুরে লাফ দেয়।

যুবকের মৃতদেহ চট্টগ্রাম মেডিকেলে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm