দেশি কাপড় ‘পাকিস্তানি’ বলে বিক্রি করে বালি আর্কেডের ‘আর্টস অব পিয়া’, অর্থদণ্ড অর্ধলাখ

দেশি কাপড় পাকিস্তানি বলে বিক্রিসহ নানান অপরাধে ‘আর্টস অব পিয়া’ নামে একটি প্রতিষ্ঠানকে অর্ধ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানে ‘এরিস ফুড’ নামে একটি রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা এবং ফুলকলিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) চকবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।

অভিযান সূত্রে জানা গেছে, চকবাজারের বালি আর্কেডের ‘আর্টস অব পিয়া’ নামে প্রতিষ্ঠানটি অনলাইনে অর্ডার নিয়ে পণ্য ডেলিভারি দেয়নি। অর্ডারের চার্জও ফেরত দেয়নি। ভোক্তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে শুনানির জন্য ফোনে নক করা হয়েছিল তাদের। কিন্তু তাতেও সাড়া দেয়নি প্রতিষ্ঠানটি।

এছাড়া তাদের দোকানে বিক্রিত কাপড় পাকিস্তানি বলে প্রচার করলেও কোনো প্রমাণ দেখাতে পারেনি। তারা তেল, সাবান, ঘিসহ আরও অনেক পণ্য বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই বিক্রি করছে। এমনকি কিছু পণ্যের গায়ে কোনো লেভেলও নেই। এসব অপরাধের কারণে তাদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

একইসঙ্গে বিএসটিআই নিষিদ্ধ রং ফর্সাকারী ক্ষতিকর ক্রিম বিক্রি করায় ‘ফেয়ারি’ নামে একটি দোকানে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

পৃথক অভিযানে চকবাজারের ‘এরিস ফুড’ নামে একটি রেস্টুরেন্টকে রান্না করা খাবার কাঁচা মাছের সঙ্গে রাখায় ৩০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ খাবার রাখায় ফুলকলিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm