শান্তি, সহমর্মিতা ও মানবিকতার অনবদ্য বার্তা পৌঁছে দিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো ‘কবিতায় শান্তির বারতা’ শীর্ষক ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন। আগামী ৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ‘চট্টগ্রাম পিস সামিট’-এর প্রস্তুতিমূলক কর্মসূচির অংশ হিসেবে রিলিজিয়নস ফর পিস বাংলাদেশ ও সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
৮ আগস্ট ২০২৫ শুক্রবার সন্ধ্যা ৭টায় নগরীর এম এম আলী রোডস্থ ট্যালেন্ট স্কুলের মুক্তমঞ্চে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন রিলিজিয়নস ফর পিস বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য।
উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন রিলিজিয়নস ফর পিস বাংলাদেশ-এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক ড. মাছুম আহমেদ এবং সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি ফারুক তাহের। অনুষ্ঠান পরিচালনা করেন সম্মিলিত আবৃত্তি জোট, চট্টগ্রামের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম।
বক্তারা বলেন, কবিতা শুধুমাত্র সৌন্দর্যের শিল্প নয়—এটি মানুষের চেতনা জাগ্রত করার, বিভেদ ঘোচানোর এবং শান্তি প্রতিষ্ঠার এক অনন্য মাধ্যম। সমাজে সহনশীলতা, ন্যায় এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সাহিত্য ও সংস্কৃতির ভূমিকা অপরিসীম।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল মনোমুগ্ধকর আবৃত্তি পরিবেশনা। আবৃত্তি করেন শিল্পী নিশাত হাসিনা শিরিন, বনকুসুম বড়ুয়া, মৌসুমী চক্রবর্তী, আব্দুল্লাহ ফারুক রবি, শারমিন মুস্তারী নাজু, মো. ইব্রাহীম, অনন্যা দাশ এবং সত্যজিৎ চক্রবর্তী প্রমুখ।
এছাড়াও কবিতা পাঠ করেন অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য, কবি মুন্সী আবু বকর, কবি বিশ্বজিৎ বড়ুয়া ও উম্মে হাবিবা।
গান পরিবেশন করেন অধ্যাপক ড. রাশিদা খানম—যা অনুষ্ঠানকে আরও হৃদয়গ্রাহী করে তোলে।
শিল্প, সাহিত্য ও সংস্কৃতির এই মিলনমেলায় উপস্থিত দর্শক-শ্রোতারা শান্তির বার্তা, মানবিকতার আহ্বান এবং সাংস্কৃতিক বন্ধনের উষ্ণতায় অনুপ্রাণিত হন।