কর্ণফুলীতে আয়ূব-বিবি ট্রাস্টের মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আয়ূব-বিবি ট্রাস্ট আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষার পুরুস্কার ও সনদপত্র প্রদান অনুষ্ঠান শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগর মেরিন ফিশারিজ একাডেমির ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়ূব-বিবি ট্রাস্টের ভাইস-চেয়ারম্যান ও আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি এবং ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো. হাকিম আলী।

প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) প্রফেসর আবদুল আলীম (আলেক্স আলীম)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু তালেব বেলাল, পূর্ব বাকলিয়া সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জিন্নাত পারভিন সাকী, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের জিএম (মার্কেটিং) আবদুর রহিম, সমাজ সেবক শাহজাহান ফারুকী।

স্বাগত বক্তব্য দেন আয়ূব-বিবি ট্রাস্ট মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক ও আজিম–হাকিম স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মনজুর আলম।

প্রধান অতিথি আলেক্স আলীম বলেন, “শিক্ষা ছাড়া কোনো দেশ ও জাতির উন্নয়ন সম্ভব নয়। মানসম্মত শিক্ষা নিশ্চিত করলেই গুণগত উন্নয়ন সম্ভব।”

সভাপতির বক্তব্যে লায়ন হাকিম আলী বলেন, “আধুনিক বাংলাদেশের নির্মাণে শিক্ষার্থীদের এগিয়ে নিতে আয়ূব-বিবি ট্রাস্ট শিক্ষার উন্নয়নমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।”

আজিম-হাকিম স্কুলের শিক্ষক মোঃ ইলিয়াস খান ও উৎপল রায়ের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব, আয়ূব-বিবি ট্রাস্টের সদস্য মোঃ হাফেজ আহমদ, মোঃ সেকান্দর আলী সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বিভিন্ন গ্রেডে শতাধিক শিক্ষার্থীর হাতে সনদপত্র, ক্রেস্ট ও উপহার হিসাবে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm