চট্টগ্রাম বন্দরে হচ্ছে হেভি লিফট কার্গো জেটি, নকশা বানাবে চুয়েটের পুরকৌশল বিভাগ

চট্টগ্রাম বন্দরে দেশের সর্ববৃহৎ হেভি লিফট কার্গো জেটি নির্মাণে পরামর্শক হিসেবে নিযুক্ত হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগ। চুয়েট-বিআরটিসির মাধ্যমে এ প্রকল্পে একইসাথে কাজ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌবাহিনী।

জানা গেছে, বর্তমান ব্যবস্থায় ভারী যন্ত্রপাতি ও মালামাল উঠানামায় বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। জাহাজে যে মালামাল আসে, সেগুলো বড় হলে বর্তমান জেটি দিয়ে কার্যক্রম চালানো সম্ভব হয় না। সীমাবদ্ধতার জন্য প্রায়সই বন্দর কর্তৃপক্ষকে সমস্যায় পড়তে হয়। এসব সমস্যা কাটিয়ে উঠতেই এমন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এছাড়া এমন অবকাঠামো বাংলাদেশে এবারই প্রথম।

জেটির কাঠামোগত নকশা, সম্ভাব্যতা সমীক্ষা এবং নির্মাণের সময় তত্ত্বাবধান বা পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে চুয়েট কর্তৃপক্ষ।

এ ব্যাপারে চুয়েট কমিটির সদস্য সচিব অধ্যাপক ড.বশির জিসান জানান, এ অবকাঠামো নির্মাণে বেশ কিছু প্রতিকূলতা রয়েছে। যেমন পাশেই রয়েছে বিমানবন্দর, যেখানে বিমান ওঠানামা করবে। এ অবস্থায় এটি নির্মাণ করা হলে সেখানে মালামাল ওঠানামায় সমস্যা সৃষ্টি হতে পারে। সেজন্য আমাদের পক্ষ থেকে প্রথমে সম্ভাব্যতা পরীক্ষা করা হয়েছে। এরপর কাঠামোগত নকশা প্রদান করা হবে। এছাড়া নির্মাণের সময় তত্ত্বাবধানও করা হবে।

চুয়েটের পক্ষ থেকে কমিটির প্রধান অধ্যাপক ড. আব্দুর রহমান ভুইঞাঁ বলেন, আমাদের পক্ষ থেকে কাঠামোগত নকশা প্রদান করা হবে। নৌবাহিনী ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে একসাথে এ প্রকল্পের কার্যক্রম চলবে।

প্রকল্প বাস্তবায়ন হলে বন্দরে ভারী মালামাল ওঠানামা করার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।

এনএন/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm